ভারতের তরফ থেকে সব রকম সাহায্য পাবে ভারতীয় কর্মীরা

1 min read

দীর্ঘ সময় পর আবারো শুরু হতে চলেছে আতঙ্কের সময়। দীর্ঘ কুড়িটা বছর স্বাধীনতা পেয়েছে আফগানিস্তানের মানুষ। কিন্তু সেদিন বোধয় এবার শেষ হতে চলেছে। প্রায় দীর্ঘ দুই দশক পর ফের তালিবানি রাজ শুরু আফগানিস্তানে। কাবুলে ভারতের দূতাবাস থেকে রাষ্ট্রদূত এবং ভারতীয় কর্মীদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করাটাই এখন প্রধান অগ্রাধিকার। এই সিদ্ধান্ত জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী। যদিও তালিবানরা আশ্বস্ত করেছে, আফগান নাগরিক ও বিদেশিদের কোনও ক্ষতি তারা করবে না। কিন্তু বছর কুড়ি আগে আফগানিস্তানের অবস্থা এখনও অনেকর স্মৃতিতে টাটকা। বিদেশ মন্ত্রক সূত্রে খবর, সব মিলিয়ে ১৪০ জন ভারতীয় এই মুহূর্তে কাবুলে দূতাবাসে রয়েছেন।

বাগচি জানিয়েছেন, যাত্রী বিমান পরিষেবা শুরু হলেই আফগান শিখ এবং হিন্দুদের ভারতে আসতে সাহায্য করা হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র একটি হেল্পলাইন নম্বর এবং ইমেল আইডি টুইট করে জানিয়েছেন। শুরু হয়ে গিয়েছে প্রক্রিয়াও। বাগচি জানিয়েছেন, “আফগানিস্তানের পরিস্থিতির দিকে লাগাতার উচ্চ পর্যায়ের নজর রাখা হচ্ছে। ভারতীয়দের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং নিজেদের স্বার্থ রক্ষার জন্য ভারত সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।” শুধু তাই নয়, ভারত সরকার যে সবসময় আফগান শিখ এবং হিন্দুদের সঙ্গে যোগাযোগ রাখছে সেটাও জানিয়ে দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। তাঁর স্পষ্ট কথা, এঁদের মধ্যে যারা যারা দেশ ছাড়তে চান, তাঁদের ভারতে আসতে সাহায্য করবে সরকার। ইতিমধ্যেই সেই উদ্দেশে পদক্ষেপও করে ফেলেছে সরকার। যে সমস্ত আফগান নাগরিকরা ভারতে আসতে চান, তাঁদের জন্য দ্রুত নতুন ই-ভিসার ব্যবস্থা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘ দেশের নতুন নামকরণ হচ্ছে ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তান।

You May Also Like