লিন্ডের উদ্যোগ: করোনা রোগীদের জন্য হাসপাতালের বাইরে তৈরি করা হল অক্সিজেন বুথ

1 min read

এমআর বাঙুর হাসপাতালের জরুরী বিভাগের বাইরে করোনা রোগীদের অক্সিজেনের চাহিদা পূরণ করতে তৈরি করা হল অক্সিজেন বুথ। শনিবার এই অক্সিজেন বুথের উদ্বোধন করেন স্বাস্থ্যসচিব নারায়ন স্বরূপ নিগম। অক্সিজেন প্রস্তুতকারী সংস্থা লিন্ডের উদ্যোগে প্রথম কোন সরকারি হাসপাতালে তৈরি করা হলো অক্সিজেন বুথ। বুথে আটটি অক্সিজেনের লাইনের ব্যবস্থা থাকবে যা শ্বাসকষ্টের রোগীরা সরাসরি অক্সিজেন নিতে পারবেন।

অনেক সময় দেখা যায় করোনা রোগীকে হাসপাতালে ভর্তি করাতে এসে বেডের অপেক্ষা করতে থাকে তাদের পরিবাররা, কখনো শ্বাসকষ্ট ভোগা রোগীকে অক্সিজেন দেওয়া হয় অ্যাম্বুলেন্স এর মধ্যেই। এতে রোগী ভর্তি না হওয়া পর্যন্ত অ্যাম্বুল্যান্সকেও অপেক্ষা করতে হয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বাড়ছে অক্সিজেনের চাহিদা তাই অক্সিজেনের যোগান বাড়াতে দেশ-বিদেশ থেকে নেওয়া হচ্ছে। রাজ্যে স্বাস্থ্য দপ্তর ও হাসপাতালগুলোকে অক্সিজেনের যথাযথ ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কোভিড কেয়ার নেটওয়ার্কের উদ্যোগে গাড়িতে অক্সিজেনের ব্যবস্থা ‘অক্সিজেন অন হুইল’ করেছে। এ বার হাসপাতালের অক্সিজেন বুথ শ্বাসকষ্ট ভোগা রোগীদের অক্সিজেন জোগাবে।

You May Also Like