দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল কালিয়াগঞ্জ পুরসভা

1 min read

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুর এলাকার দুঃস্থ পরিবারের হাতে খাদ্য সামগ্রী সহায়তা তুলে দেবার কাজ শুরু করলো পুরসভা। শনিবার কালিয়াগঞ্জ পুরসভার এই মানবিক উদ্দ্যোগের সূচনা করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের কো-মেন্টর অসীম ঘোষ। কালিয়াগঞ্জ পুরসভার প্রশাসক শচীন সিংহরায় এবং প্রশাসক মন্ডলীর সদস্য কমল ঘোষ, ঈশ্বর রজক, বসন্ত রায় ও রাজীব সাহা উপস্থিত ছিলেন এই মানবিক উদ্দ্যোগের সূচনায়। কালিয়াগঞ্জ পৌর এলাকার ১৭ টি ওয়ার্ডের অধিনে প্রায় ১৩ হাজার দুঃস্থ পরিবার পাবে এই খাদ্য সামগ্রী সহায়তা। করোনা বিধি মেনে শনিবার ১৫০০ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। ওয়ার্ড ভিত্তিক এই খাদ্য সামগ্রী বিলির কাজ চলবে আগামী একসপ্তাহ ধরে।দ্বিতীয় দফার করোনা সংক্রমণ মোকাবিলায় রাজ্যে নতুন করে লাগু হয়েছে সরকারি বিধিনিষেধ। এই বিধিনিষেধের যাঁতাকলে কর্মহীন হয়েছে প্রচুর দিনআনা দিন খাওয়া পরিবার। রোজগার হাড়ানো কালিয়াগঞ্জ শহরের এমনি দুঃস্থ পরিবারের জন্য খাদ্য সামগ্রী সহায়তা প্রদানের এই মানবিক উদ্দ্যোগ নিয়েছে পুরসভা। বিগত বছরে করোনার থাবায় লকডাউনের সময় শহরের দুঃস্হ পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছিল কালিয়াগঞ্জ পুরসভা। শনিবার সকালে কালিয়াগঞ্জ পুরসভার তরফে খাদ্য সামগ্রী সহায়তা বিলির সুচনা করে পুরপ্রশাসক শচীন সিংহরায় জানান এবারে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবন, আটা, সোয়াবিন, বিস্কুট সহ মোট ১২ পদের খাদ্য সামগ্রী দেওয়া হচ্ছে। এতে শহরের দুঃস্হ পরিবারগুলো কিছুটা স্বস্তি পাবে এই সংকটের সময়ে৷ কালিয়াগঞ্জ পুরপ্রশাসক শচীন সিংহরায় বলেন নতুন করে করোনার বাড়বাড়ন্ত সামাল দিতে সরকারি বিধিনিষেধের জন্য গরীব মানুষের কষ্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা, মাটি, মানুষের সরকারের একমাত্র লক্ষ্য বাংলার প্রতিটি মানুষের সুখেদুখে পাশে দাড়ানো। বর্তমান পরিস্থিতিতে খেটে খাওয়া মানুষের হাতে নগদ অর্থের যোগান নেই। ফলে ডাল, ভাত, যোগার করাই এখন বহু পরিবারের কাছে কষ্টের। এই পরিস্থিতির কথা মাথায় রেখে কালিয়াগঞ্জ পুরসভা পরিচালনার দায়িত্বে থাকা প্রশাসক বোর্ডের সিদ্ধান্ত শহর এলাকার সকল দুঃস্থ পরিবারের পাশে দাড়ানো। সেই সিদ্ধান্ত অনুসারে শনিবার থেকে কালিয়াগঞ্জ পুরসভার তরফে এই খাদ্য সহায়তা প্রদানের কাজ শুরু হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আর্শীবাদ নিয়ে এভাবেই কালিয়াগঞ্জ পুরসভার সর্বদা শহরের দুঃস্হ মানুষদের পাশে রয়েছে বলেন কমল ঘোষ।

You May Also Like