জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পালিত হলো হোলি উৎসব

1 min read

আজ জলপাইগুড়ি ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে পালন করা হলো আগাম হোলি উৎসব। এদিন সেবাকেন্দ্রের তরফ থেকে কেন্দ্রে আগত সকল বিদ্যার্থীদের আবিরের তিলক , ফুল ও মিষ্টিমুখ করানো হয়। সাথে হোলির আধ্যাত্মিক রহস্য সম্পর্কে সকল বিদ্যার্থীদের অবগত করা হয়।

এদিন কেন্দ্রের বরিষ্ঠ এক সদস্য তার বক্তব্যে বলেন ‘বুরা না মানো হোলি হ্যা ‘ এই কথার অর্থ পুরানো সব চিন্তা, দেষ ,গ্লানি ভুলে সম্পর্কের মধ্যে নবীনতার সঞ্চার করা। আবার হোলি( Holy) কথার ইংরেজি অর্থ পবিত্রতা, অর্থাৎ জীবনে পবিত্রতা ধারণের মাধ্যমে সুখ ও শান্তির আহ্বান করা।

 এ ছাড়াও কেন্দ্রের তরফে এদিন থেকে টানা ২১ দিনের জন্য অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করা হয় । কেন্দ্রের সঞ্চালিকা বি কে নিতু এদিন জানান যে ২১ দিনের অখন্ড জ্যোতি জ্বালানোর মাধ্যমে বিশ্বের সকল মানুষের স্থায়ী সুখ, শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা হবে।

You May Also Like