চিনা লোনের ফাঁদে বহু দেশ

Estimated read time 1 min read

গোটা বিশ্বের মধ্যে অন্যতম শক্তিধর রাষ্ট্র চিন৷ বিস্তারবাদ নীতিতে বিশ্বাসী চিনের আর্থিক নীতিও অত্যন্ত কৌশলী৷ যা নিয়ে বিশেষজ্ঞরা বারেবারে সতর্ক করেছেন৷ চিনের দেওয়া ঋণের ফাঁদে পা দিয়ে চরম বিপর্যয়ে পড়েছে একের পর এক দেশ৷ যার জ্বলজ্যান্ত উদাহরণ শ্রীলঙ্কা। আর এক প্রতিবেশী দেশ পাকিস্তানের অবস্থাও সঙ্গীন। চিনা ঋণে রীতিমতো জর্জরিত ইসলামাবাদ।

একটি রিপোর্টে দাবি করা হয়েছে, চিনা ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে বিশ্বের ৯৭টি দেশ৷ চিনের কাছে সবচেয়ে বেশি ঋণ রয়েছে পাকিস্তান, শ্রীলঙ্কা এবং মালদ্বীপের৷ পাকিস্তানকে ৭৭.৩ বিলিয়ন ডলার ঋণ দিয়েছে বেজিং। চিনের কাছ থেকে বিপুল পরিমাণ ঋণ মাথায় নিয়ে বসে রয়েছে ইসলামাবাদ। মালদ্বীপের ঋণের পরিমাণও কম নয়৷

পরিসংখ্যান বলছে, চিনের মোট যে ঋণ দিয়েছে, তার ৩৭ শতাংশই আর্থিক ভাবে পিছিয়ে পরা দেশ৷ মূলত এই দেশগুলিতে বন্দর, রেল, রাস্তা তৈরির জন্য ঋণ দেয় শি জিনপিং-এর দেশ। একবার ঋণ নেওয়ার পরই তাদের ফাঁদে জড়িয়ে পড়ে দেশগুলি। বিশেষজ্ঞরা বলছেন, ঋণের ভারে ক্রমশ আর্থিক ভাবে ভেঙে পড়ে দেশগুলির অর্থনীতি।

এদিকে, দিন কয়েক আগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। সে দেশে দেখা দিয়েছে খাদ্য সংকট৷ তুরস্কের প্রেসিডেন্টকে বিষয়টি জানিয়েছেনও পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। অন্যদিকে শ্রীলঙ্কার অর্থনৈতিক পরিস্থিতিও শোচনীয়। ভেঙে পড়েছে অর্থনীতির মেরদণ্ড। যার ফলে ৬.৩ মিলিয়ন মানুষ খাদ্য সংকটের মুখে পড়েছে।

You May Also Like

More From Author