একাধিক আকর্ষণীয় স্থান গড়ে উঠতে চলেছে দিঘায়

1 min read

দুদিনের ছুটি মানেই সবার আগে মনে আসে দিঘার নাম। রাজ্যে ক্ষমতা আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন দীঘাকে তিনি গোয়ায় পরিণত করবেন। বর্তমানে রাজ্য সরকারের উদ্যোগে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় গড়ে তোলা হচ্ছে জগন্নাথ মন্দির। এছাড়াও দীঘায় সরকারের উদ্যোগে তৈরি করা হচ্ছে আরো একটি আকর্ষণের কেন্দ্রবিন্দু।

এবার দীঘায় আসতে চলেছে প্রমোদতরী। দিঘা-শংকরপুর উন্নয়ন পর্ষদ ‘এমভি নিবেদিতা’ নামের প্রমোদতরী পরিষেবা শুরু করতে চলেছে। পর্যটকদের কাছে দীঘাকে আরো আকর্ষণীয় করে তুলতে সরকার এর আগে নানান উদ্যোগ নিয়েছে। প্রমোদতরীতে চেপে দর্শকরা সমুদ্র অভিযান করতে পারবেন।

মেরিন ড্রাইভ ধরে দীঘা থেকে শৌলা পর্যন্ত মোট ২৯ কিলোমিটার রাস্তা পাড়ি দেওয়া যাবে। এই প্রমোদতরীতে থাকবে নানান বিনোদনের ব্যবস্থা। এই প্রমোদতরীতে থাকবে রেস্তোরাঁ। এছাড়াও এখানে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। শঙ্করপুরের ন্যায়কালী মন্দিরের লাগোয়া সি বিচ থেকে ছাড়বে এই প্রমোদতরী। দীঘা, মন্দারমণি সহ সমুদ্রের খাড়ি অঞ্চলগুলি দেখা যাবে এই প্রমোদতরী থেকে।

You May Also Like