ভারতের ভূয়সী প্রশংসা পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুখে!

1 min read

আজ শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের ওপর ভোট হতে চলেছে। প্রসঙ্গত, পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৪২ জন সদস্যের মধ্যে যদি ১৭২ জন বিরুদ্ধে ভোট দেয় তাহলেই প্রধানমন্ত্রীর পদ হারাবেন ইমরান খান। এই পরিপ্রেক্ষিতে গতকাল জাতির উদ্দেশে ভাষণ দেবার সময় ইমরান খান জানান, প্রায় ২৬ বছর আগে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ দল শুরু করার ছিল।

সে সময় থেকেই নিজের নীতির কথা আওড়ান তিনি। বলেন, “আমি সুপ্রিম কোর্টের সিদ্ধান্তে হতাশ, তবে আমি এই সিদ্ধান্তকে সম্মান করি। আমি একবারই জেলে গিয়েছি, আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত দেশের বিচার না হবে ততদিন আমি ন্যায়ের কথা বলব।”

পাশাপাশি ভারতের প্রসঙ্গে পাক প্রধানমন্ত্রীর মন্তব্য, ভারত একটি আত্মমর্যাদাশীল দেশ। কোন পরাশক্তি ভারতকে শর্ত দিতে পারে না, বলে দাবি করেন ইমরান খান। জনগণের স্বার্থের উদ্ধৃতি দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে পক্ষ নিতে অস্বীকার করলে কোনও দেশ ভারতের পক্ষে দাঁড়াতে পারে না। ইউরোপিয়ান ইউনিয়নের কূটনীতিকরা চাপ দিয়েছিলেন যে পাকিস্তানকে রাশিয়ার বিরুদ্ধে কথা বলা উচিত। কিন্তু তারা ভারতকে এটা বলার সাহস করতে পারেনি কারণ ভারত একটি সার্বভৌম দেশ। আমি অন্য দেশের জন্য মানুষকে মরতে দিতে পারি না। আমাদের পররাষ্ট্র নীতি সার্বভৌম হওয়া উচিত।

You May Also Like