ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর

1 min read

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় সুখবর। পর্যটকদের আকর্ষণ করতে নতুন পার্ক ও অন্যান্য বিনোদনমূলক ব্যবস্থা চালু করেছে সরকার। এবার দিঘার পর্যটকদের জন্য অপেক্ষা করছে আরো একটি বড় উপহার।

সম্প্রতি দিঘার সমুদ্র ট্রায়াল রান হয়ে গেল প্রমোদতরীর। আর কিছুদিন অপেক্ষা করতে হবে পর্যটকদের নতুন এই প্রমোদতরীর চড়ে আনন্দ উপভোগ করার জন্য। হলদিয়া উন্নয়ন সংস্থা ‘এমভি নিবেদিতা’ নামে এই প্রমোদতরীটি তুলে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন সংস্থার হাতে।

দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ পরিকল্পনা নিয়েছে এই প্রমোদতরী চম্পা নদী ক্যানেল থেকে দিঘা মোহনা হয়ে সমুদ্র উপকূলবর্তী এলাকার শৌলা পর্যন্ত চালানোর। এই প্রমোদতরীতে খাওয়া-দাওয়ার ব্যবস্থাও থাকবে পর্যটকদের জন্য। এই প্রমোদতরীটির নবমীর দিন ট্রালাল রান করা হয় নায়েকালি ব্রিজ সংলগ্ন চম্পা নদী ক্যানেলে।

You May Also Like