ডিএ নিয়ে চলতে থাকা বিক্ষোভের মাঝেই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে থানায় অভিযোগ

1 min read

বিগত বেশ কিছু মাস ধরে রাজ্য জুড়ে চলছে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় হাতে বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনে নেমেছে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। বর্তমানে রাজ্যের ডিএ মামলা চলছে সুপ্রিম কোর্টে। এরই মাঝে এবার খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে থানায় দায়ের অভিযোগ।

সূত্র অনুযায়ী হেয়ার স্ট্রিট থানায় এই অভিযোগটি দায়ের করেছে ডিএ মামলার অন্যতম মামলাকারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজ। প্রসঙ্গত, গত ২৯ মার্চ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধরনা মঞ্চ থেকে রাজ্যের সরকারি কর্মীদের উদ্দেশে বলেন, এই কর্মচারীরা চোর এবং ডাকাত। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের প্রতিবাদেই হেয়ার স্ট্রিট থানা ও কলকাতা পুলিশ কমিশনারের অফিসে গত ১লা এপ্রিল ও ৩রা এপ্রিল, মমতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে।

খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে এহেন মন্তব্যের প্রেক্ষিতে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের মলয় মুখোপাধ্যায় বলেন, ‘মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে সব মন্তব্য এসেছে তা কোনওভাবেই কাম্য নয়। উনি সরকারি কর্মীদের চোর-ডাকাত বলেছেন। তার প্রতিবাদেই অভিযোদ দায়ের হয়েছে।”

You May Also Like