মদ-জুয়া ও লটারির বন্ধ করার দাবিতে সাংবাদিক বৈঠক ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার

1 min read

দিনহাটায় সাংবাদিক বৈঠক করে মদ-জুয়া নিষিদ্ধের দাবী জানাল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সোমবার দুপুরে দিনহাটা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। মদ-জুয়া সমাজের ভারসাম্য নষ্ট করছে, তাই সরকার অবিলম্বে এইগুলো নিষিদ্ধ ঘোষণা করুক। সাংবাদিক সম্মেলন করে এমনই দাবী করলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার জেলা নেতৃত্ব।প্রায় দুইমাস ব্যাপী রাজ্য জুড়ে মদ,সুদ ও ঘুষ ও লটারির বিরূদ্ধে অন্দোলন করছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার রাজ্য সংগঠন। আগামী ১১ ডিসেম্বর কলকাতায় বড় সমাবেশের মধ্যে দিয়ে এই অভিযান শেষ হবে। দলটির রাজ্য সহ সভাপতি আমিনাল হক বলেন মদ পান করে কেউ বাড়িতে এলে তাকে সবাই ঘৃণা করে। মদের বোতল নিয়ে কেউ কোনও প্রতিষ্ঠানে, সভায় গেলে সমাজ তাকে ভালো বলে না। লটারি খেলাকে মানুষ অপরাধ মনে করে। অথচ সরকার এইগুলোর লাইসেন্স দিচ্ছে। ফলে সমাজে ভারসাম্য নষ্ট হচ্ছে। অমিনাল হক আরও বলেন কোটি কোটি বেকার ছেলেমেয়ে ঘুরে বেড়াচ্ছে।
এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির কোচবিহারের জেলা সভাপতি সামীম আক্তার,
সহ সভাপতি মুফতি আনোয়ার হোসেন প্রমুখ।

You May Also Like