ভুল ডেথ রিপোর্টের অভিযোগে নার্সিংহোমে বিক্ষোভ

0 min read

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি পৌরনিগমের ৫ নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের বাসিন্দা টুইঙ্কেল বর্মার। কিন্তু পরিবারের অভিযোগ, ডেঙ্গুতে মৃত্যু হলেও মৃত্যুর সার্টিফিকেটে মৃত্যুর কারণ ডেঙ্গু না বলে সাধারণ জ্বর বলা হয়েছে। আর তাতেই আজ সকাল থেকে নার্সিংহোমে ভাঙচুর চালায় মৃতের পরিবার ও প্রতিবেশীরা। এমনকি নার্সিংহোমের প্রধান গেটের সামনে বসে বিক্ষোভ দেখায় তারা।

জানা গিয়েছে, টুইঙ্কেল একটি বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিল। এর আগে তার পরিবারের আরও চারজন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। এরপর ১৩ সেপ্টেম্বর ওই কিশোরী জ্বরে আক্রান্ত হয়। তাকে ওই নার্সিংহোমে ভর্তি করা হয়। কিন্তু দ্রুত ওই কিশোরীর প্লেটলেট কমতে থাকে। প্লেটলেট কমে ২৫ হাজারে চলে আসে। লিভার, ফুসফুস সহ একে একে তার অন্যান্য অঙ্গ নিষ্ক্রিয় হতে শুরু করে। রবিবার ভোরে ওই কিশোরী মারা যায়।

এবিষয়ে, ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা মাহাতো বলেন, তার ডেঙ্গুতেই মৃত্যু হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ সঠিকভাবে কাজ না করায় এই ঘটনা ঘটেছে।চিকিৎসককে এর জবাব দিতে হবে।

You May Also Like