ফের একবার দিল্লি সফরে যেতে পারেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু

1 min read

গতকাল বিকেলেই একাধিক পরিকল্পনা নিয়ে চার দিনের উত্তরবঙ্গ সফরে গেছেন মুখ্যমন্ত্রী। এর পরেই আবার দিল্লি সফর এর পরিকল্পনা করছেন রাজ্যের বিরোধী দল নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।  গত সপ্তাহেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এসেছেন শুভেন্দু। সেই সাক্ষাতের পর বেশ কিছু বিস্ফোরক তথ্য দিয়েছিলেন তিনি।

এবার চার দিনের রাজধানী সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সাক্ষাৎ করার কথা আছে বলে খবর। তবে এখন জানা যাচ্ছে, মমতার এই সফরের পর আবার নয়াদিল্লি যেতে পারেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কী কারণে ফের দিল্লি সফর তাঁর? জল্পনা তুঙ্গে।

জানা গিয়েছে, শুভেন্দু অধিকারী সম্প্রতি রাজধানী গিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ডাকেই। তবে এবার তিনি উপরাষ্ট্রপতি নির্বাচনের কারণে দিল্লি যাচ্ছেন। উপরাষ্ট্রপতি পদে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর।

অন্য একটি সূত্র আরও দাবি করছে, এই সফরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গেও দেখা করতে পারেন শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, মঙ্গলবার রাতেই দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন শুভেন্দু অধিকারী। আর অনুমান, ফের আগামী ১১ আগস্ট দিল্লি যেতে পারেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করে এসে শুভেন্দু অধিকারী বড় দাবি করে বলেছিলেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তিনি শাহের সঙ্গে কথা বলেছেন। একই সঙ্গে তাঁকে জানিয়েছেন, বাংলার সরকার কী ভাবে দুর্নীতি করছে এবং রাজ্যের বর্তমান অবস্থা কী হয়েছে।

বিজেপি বিধায়কের কথায়, ১০০ জন তৃণমূল নেতাদের নাম তিনি তাঁকে দিয়েছেন। এদের মধ্যে বিধায়ক, সাংসদ রয়েছেন। মন্ত্রীও রয়েছেন। সকলেই নাকি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে কাছ থেকে কাজ করেছেন। শুভেন্দু জানিয়েছেন, দুর্নীতি নিয়ে যে তদন্ত শুরু হয়েছে তার শেষ দেখতে চান তিনি। সেই কারণেই এই তালিকা নিয়ে তিনি সাহায্য করতে চেয়েছেন।

You May Also Like