বাণিজ্য সম্মেলনের আগে অজ্ঞান হয়ে পড়লেন স্টিভ ওজনিয়াক

1 min read

বুধবার স্ট্রোকের কারণে দুপুর ৩টে নাগাদ মেক্সিকো সিটির একটি হাসপাতালে ভরতি হলেন অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। মেক্সিকান রাজধানীর সান্তা ফে অঞ্চলে ওয়ার্ল্ড বিজনেস ফোরাম ইভেন্টে অংশ নিতে যাওয়ার কিছু আগেই অজ্ঞান হয়ে পড়ে যান ৭৩ বছর বয়সি ওই বিজ্ঞানী।

উল্লেখ্য, ১৯৭৬ সালে অ্যাপল সংস্থা যখন তৈরি হয় তখন স্টিভ জবসের সঙ্গে তাঁর গ্যারাজে বসে ছিলেন ওয়াজনিয়াকও। এবং জবসের সঙ্গে মিলে অ্যাপলকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে অনেক ভূমিকা ছিল তাঁর এবং স্টার ট্রেক সিনো থেকে অনুপ্রাণিত হয় অ্যাপল ১ ও অ্যাপল ২ কম্পিউটারের ডিজাইন করেছিলেন ওজনিয়াক।

ক্যালিফোর্নিয়ার স্যান হোসেতে ১৯৫০ সালের ১১ অগস্ট ওয়াজনিয়াক জন্মগ্রহণ করেছিলেন। একাধিক পেটেন্ট রয়েছে তাঁর নামে।তিনি অ্যাপলের থেকে স্টাইপেন্ডও পান।

You May Also Like