জাভেদের বিরুদ্ধে মানহানির মামলায় সমন জারি

1 min read

বলিউড অভিনেতা হৃতিক রোশন ও কঙ্গনা একে অপরের অজানা নন। তারা বহুবার খবরে এসেছেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে কঙ্গনা প্রকাশ্যে হৃতিকের বিরুদ্ধে একাধিক অভিযোগ করতে দ্বিধা করেননি।

এখানেই শেষ নয়। হৃতিক রোশন এবং কঙ্গনার তর্ক তাদের আশেপাশের লোকদেরও প্রভাবিত করেছে। 2016 সালে, জাভেদ এই বিষয়ে কথা বলার জন্য কঙ্গনার বাড়িতে ফোন করেছিলেন।

পরে, 2020 সালে, কঙ্গনা জাভেদ আখতারের বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন। কঙ্গনার অভিযোগ, জাভেদ তাকে বাড়িতে ডেকে হুমকি দিয়েছেন। তিন বছর আগের মানহানির মামলার শুনানি এখনো চলছে আদালতে। প্রবীণ গীতিকারকে আবারও তলব করল মুম্বাই আদালত।

জানা গেছে, বলিউড অভিনেত্রী কঙ্গনা জাভেদ আখতারের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৬ এবং ৫০৯ ধারায় মামলা করেছেন। সেই মামলায় গায়ককে আবার হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। ৫ আগস্ট তাকে আন্ধেরির আদালতে হাজির করা হবে।

জাভেদের আইনজীবী জয় ভরদ্বাজ ডাক্তার রমেশ আগরওয়ালকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি সেই বৈঠকে জাভেদের মুখ থেকে কোনও আপত্তিকর শব্দ শুনেছিলেন কিনা। রমেশ বলেন, 20-30 মিনিটের বৈঠকের পর জাভেদ কঙ্গনাকে বলেছিলেন যে তাকে ক্ষমা চাইতে হবে। ওই বৈঠকে জাভেদ কোনো মানহানিকর মন্তব্য করেছিলেন কিনা সেই প্রশ্নের জবাবে রমেশ সরাসরি ‘না’ বলে দেন।

You May Also Like