দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা বৃদ্ধি পাবে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের

1 min read

তাপপ্রবাহ এবং গরম হাওয়ায় বঙ্গবাসী পুরো নাজেহাল। এখনই কমবে না দাবদাহ, বরং আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গ জুড়ে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে, আলিপুর আবহাওয়া দফতর এ বার সেই পূর্বাভাস দিল। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং হাওড়া জেলায় তাপপ্রবাহ না হলেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া সারা দিন জুড়ে বজায় থাকবে। তাপপ্রবাহের হাত থেকে নিস্তার পেলেও গরমের হাত থেকে বাঁচতে পারবে না কলকাতা এবং হাওড়া। এই দুই জেলা ছাড়া দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় মঙ্গলবার তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে হাওয়া অফিস সতর্কতা জারি করেছে, বুধবার থেকে কলকাতা এবং হাওড়ার পাশাপাশি দক্ষিণের সমস্ত জেলায় তাপপ্রবাহের।

আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা যায়, দক্ষিণবঙ্গ জুড়ে দু’দিন পর তাপমাত্রা দু’ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহ চলতে পারে সেই পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হলেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। বুধবার থেকে দক্ষিণের জেলাগুলিতে তাপপ্রবাহের কারণে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকলেও উত্তরের বাকি জেলাগুলিতে গরম এবং শুকনো আবহাওয়া থাকার সম্ভাবনা।

মঙ্গলবার সকাল থেকে কলকাতায় আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই আগামী ২৪ ঘণ্টায়। সারা দিন গরম এবং অস্বস্তিকর পরিবেশ বজায় থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দু’ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকতে পারে কলকাতার। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার চেয়ে তিন ডিগ্রি বেশি।

You May Also Like