সরকারকে চাকরি নিয়ে এটা কী বললেন রূপঙ্কর?

1 min read

‘হু ইজ কেকে’? মূলত এখান থেকেই মূল ঝামেলার সূত্রপাত। সামাজিক মাধ্যমে ‘কেকে’কে নিয়ে বিরূপ মন্তব্য করেই বিপদে পড়তে হয়েছিল রূপঙ্করকে। অনুপম, সোমলতা, ইমন, রাঘব, মনোময়ের সাথে কেকের তুলনাও টেনেছিল। এই জল যে কতটা গড়িয়েছিল তা আমরা সকলেই জানি। এরপর থেকে তিনি নিজের ভাষাকে একটু সংযতই রাখেন। তবে তাতে খুব একটা লাভ হলনা, ফের সরকারকে নিয়ে বেফাস মন্তব্য করলেন তিনি।

চলতি মাসের ১৯ তারিখ থেকেই শুরু হয়ে গিয়েছে লোকসভা ভোট। প্রথম দফার ভোট পর্ব মিটে গেছে। ফলাফল ৪ জুন। লোকসভা ভোটের পরের সরকারের থেকে কী কী প্রত্যাশা রাখেন তিনি? সেই নিয়েই মুখ খোলেন তিনি। রূপঙ্করের কথায়, “প্রত্যাশা আছে কিছু। তবে একটা কথা আমি মন থেকে বলতে চাই। খেলোয়াড়দের জন্য স্পোর্টস কোটা যদি থাকতে পারে, গায়কদের জন্য কেন থাকবেনা? অনেক খেলোয়াড়েরই স্পোর্টস কোটা ব্যবহার সরকারি চাকরি হয়। আমার এটাই আর্জি থাকবে নতুন সরকারের কাছে, গায়কদেরও জন্যও যদি সেরকম একটা কোটা থাকে তাহলে তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে হবেনা। সুরক্ষিত হবে অনেক গায়কের জীবন।”

You May Also Like