১৭-ই নভেম্বর নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

1 min read

গত ৮-ই অক্টোবরের পর ফের নবান্নে মন্ত্রিসভার বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার রাতে নবান্নের থেকে এক বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে জানানো হয়েছে আগামী মন্ত্রিসভার বৈঠকের দিন ঠিক করা হয়েছে আগামী ১৭-ই নভেম্বর ।ওই বৈঠকে সকল মন্ত্রী এবং সকল প্রতিমন্ত্রীকে উপস্থিত থাকতে বলা হয়েছে এবং সেই বৈঠকের সভাপতিত্ব করতে চলেছেন মুখ্যমন্ত্রী নিজেই।

প্রশাসন সূত্রে খবর, আগামী ২১-২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন। আর সেই কারণে ডাকা হয়েছে এই বৈঠক। এর আগে গত ১২ অক্টোবর ডাকা হয়েছিল মন্ত্রিসভার শেষ বৈঠক। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে চোটের কারণে সেই বৈঠক বসেছিল তাঁর কালীঘাটের বাড়িতে।

কলকাতায় আগামী সপ্তাহে বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনের চূড়ান্ত প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন রাজ্য সরকার। এ বারের সম্মেলনের সূচনা শুরু হবে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে এবং সম্মেলন শেষ হবে ধনধান্য স্টেডিয়ামে। জানা গিয়েছে এবারের সম্মেলন হতে চলেছে মোট তিনটি জায়গায়।

You May Also Like