মানা হলো না চিনের দাবি, অবশেষে গুলি করে নামান হল রহস্যজনক বেলুনকে

1 min read

সম্প্রতি উঠেছিল বড় অভিযোগ। মার্কিন এয়ারস্পেসের উপর ঘুরপাক খাচ্ছিলো চিনের নজরদারি বেলুন৷ চিনের উপর নজরদারির ভয়ঙ্কর অভিযোগ তুলল পেন্টাগন৷ গত তিন-চার দিন ধরেই আমেরিকার আকাশে ঘোরাফেরা করছিল এক রহস্যজনক বেলুন৷ ওয়াশিংটনের দাবি, আকাশ পথে নজরদারি চালানোর জন্য এই বেলুন পাঠিয়েছে চিন৷

এই বেলুনকে নিয়ে চিন্তায় পড়েছিল মার্কিন প্রশাসন৷ আটলান্টিক উপকূলের উপর দিয়ে উড়ে বেড়ানো ওই চিনা স্পাই বেলুনের মধ্যে বিস্ফোরক থাকতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছিল৷ সেই আশঙ্কাতেই বেলুনটি গুলি করে নামানো হচ্ছিল না৷ যে অঞ্চলের উপর দিয়ে এই দৈত্যাকার বেলুনটি উড়ছিল যেখানে রয়েছে মার্কিন সেনাবাহিনীর একাধিক ঘাঁটি রয়েছে। রহস্যজনক সেই বেলুনটিকেই গুলি করে নামাল পেন্টাগন৷ আটলান্টিকের জলে সেটিকে ডুবিয়ে দেওয়া হয়েছে৷ এর পরেই গর্জে ওঠে চিন।

বেজিংয়ের তরফে একটি বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, আমেরিকা যা করেছে তার ফল ভুগতে হবে। কড়ায়গণ্ডায় চিন এর জবাব দেবে। বেজিংয়ের বিদেশমন্ত্রকের মুখপাত্রের হুঁশিয়ারি, নাগরিক বিমান ব্যবহার করে যে ঘটনা ঘটানো হয়েছে তা সম্পূর্ণ অনৈতিক। বেলুনটি ফেটে যাওয়ার পর তা আটলান্টিকে পড়েছে। বেলুনের টুকরোগুলি সংগ্রহ করে পরীক্ষা চালাবে মার্কিন প্রশাসন৷ এরপর পেন্টাগন আর কী দাবি জানায়, সেটাই দেখার অপেক্ষা৷

You May Also Like