নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের তদন্ত নিয়ে একাধিক প্রশ্ন তুলছে আদালত

1 min read

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। একের পর এক দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে আদালতের তরফে উঠছে একাধিক প্রশ্ন, নাম জড়াচ্ছে একের পর এক। এরই মাঝে রাজ্যের নিম্ন আদালতের একাধিক বিচারক নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিবিআইয়ের তদন্ত পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেই যাচ্ছেন। একই ভাবে তাপস মণ্ডল এবং নীলাদ্রি ঘোষ গ্রেফতার হওয়ার পরেও আদালত সিবিআইয়ের ভূমিকা নিয়ে খুশি হতে পারেনি। কারণ তাপসের নাম বহুদিন আগেই এফআইআরে ছিল। কিন্তু তাঁকে গ্রেফতার করতে এত সময় লাগল কেন সেই সদুত্তর চায় আদালত।

বিরোধীদের অভিযোগ যাদের ধরা হচ্ছে তাঁরা নেহাতই চুনোপুঁটি। আসল মাথারা অন্তরালে রয়েছেন বলে বিরোধীদের দাবি। তবে এটাও বলতে হবে যে পার্থ চট্টোপাধ্যায়, মানিক ভট্টাচার্য, সুবীরেশ ভট্টাচার্য, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, শান্তিপ্রসাদ সিনহার মতো হেভিওয়েটদেরও গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

তবে বিরোধীদের ইঙ্গিত সম্পূর্ণ অন্য জায়গায়। তাদের অভিযোগের তির তৃণমূলের একাধিক শীর্ষ নেতৃত্বের দিকে। কিন্তু সেদিকে সিবিআইয়ের হাত যাচ্ছে না বলে অনেকেরই ক্ষোভ রয়েছে। শুধুমাত্র নিচুস্তলার দুর্নীতিগ্রস্ত নেতা-নেত্রী বা অন্যান্য ব্যক্তিরা নন, মানুষ আরও বড় বড় নাম দেখতে চান। কারণ তাঁরা নিশ্চিত শুধুমাত্র নীচুতলার হাত দিয়ে এত বড় দুর্নীতি ঘটেনি। তাই আগামী দিনে ‘বিগ-শট’রা ধরা পড়েন কিনা সেদিকেই চোখ থাকবে সবার।

You May Also Like