এক বছর পূর্ণ হলো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি

1 min read

গত বছর শুরুর দিকে সূত্রপাত ঘটেছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের৷ বছর ঘুরে নতুন বছর শুরু হলেও যুদ্ধ চলছে অবিরাম গতিতে৷ রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্ণ হল। যুদ্ধের বর্ষপূর্তির আগের দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘোষণায় প্রমাদ গুণছে গোটা বিশ্ব।

পরমাণু অস্ত্রসম্ভার বাড়ানোর হুঁশিয়ারি দিলেন পুতিন। এদিন মস্কোয় একটি কর্মসূচিতে যোগ দিয়ে তিনি জানান, পারমাণু অস্ত্রসম্ভার বাড়ানোর লক্ষ্যে আরও ব্যয়বরাদ্দ করতে চলেছে তাঁর প্রশাসন। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের ইউক্রেন সফরের পরই সে দেশের সঙ্গে নিরস্ত্রীকরণ সম্পর্কিত ‘নিউ স্টার্ট’ চুক্তি থেকে বেরিয়ে আসার কথা ঘোষণা করেন পুতিন।

ইতিমধ্যেই রাশিয়া এবং ইউক্রেন দু’পক্ষেরই হাজার হাজার সেনা প্রাণ হারিয়েছেন। ভারত-সহ বিভিন্ন দেশ যুদ্ধ থামানোর বার্তা ধারাবাহিকভাবে দিয়ে আসছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে গোটা পৃথিবীর অবস্থা কি হয়েছিল তা ইতিহাস ঘাঁটলেই জানা যায়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিণতি তৃতীয় বিশ্বযুদ্ধের মতো হবে না তো? এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই যুদ্ধের বর্ষপূর্তিতে প্রত্যেকে চাইছেন অবিলম্বে থেমে যাক এই যুদ্ধ। শান্তি বিরাজ করুক দুটি দেশেই। আর সেই শুভক্ষণের দিকেই তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।

You May Also Like