মুখ্যমন্ত্রীর আর্জিতে বদল হলো নাম

1 min read

দিন প্রতিদিন একের পর এক নয়া ঘোষণা করা হচ্ছে রাজ্য সরকারের তরফে। এবার কলকাতা শহরে আর ‘বস্তি’ নামের কিছু রাখতে চাইছেন না বলে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম মমতাকে বলেন, ‘বস্তিটা চেতলার মধ্যে অন্যতম বড় লিড দেয়। এরা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কিছু জানেন না।’

তখনই মমতা কলকাতার মেয়রের কাছে জানতে চান ওই এলাকার সকলে ঠিকা-স্বত্ব পেয়েছেন কি না। মেয়র জানান, সকলেই পেয়ে গিয়েছেন। এরপরই মুখ্যমন্ত্রী বলেন, ‘ঠিকা-স্বত্ব পেয়ে গেলে তো নিজেদের জায়গা। এটাকে বস্তি বলবে না। এটা আমার মাটির কুটির, আমার ভালবাসার জায়গা, মায়ের আঁচল। বস্তি কথাটা তুলে দাও।’

মমতা আরও বলেন, ‘প্রয়াস বা এই জাতীয় কিছু নাম দাও। কিংবা উত্তরণ।” শেষে মমতা বস্তির বদলে ‘উত্তরণ’ শব্দটি ব্যবহারের জন্য বলেন। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে খুশি এলাকার বাসিন্দারা।

You May Also Like