উচ্চ মাধ্যমিকে চালু হচ্ছে সেমেস্টার

1 min read

উচ্চ মাধ্যমিকে সেমেস্টার ব্যবস্থা চালু করার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি গড়ল রাজ্য শিক্ষা দফতর।রাজ্যের একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় সেমেস্টার পদ্ধতি চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২৪ শিক্ষাবর্ষে যে সমস্ত পড়ুয়া একাদশ শ্রেণিতে ভর্তি হবে তাঁরা সেমেস্টারের নিয়মেই পড়বে, এবং তাঁদের মূল্যায়নে প্রথম ফলাফল ঘোষণা হবে ২০২৬ সালে।

শিক্ষা দফতর একটি কমিটি তৈরি করেছেন।যেখানে তাঁরা শিক্ষানীতির প্রস্তাবগুলি খতিয়ে দেখবেন। সেমেস্টার পদ্ধতি কী ভাবে প্রয়োগ করলে সুবিধা হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। তাঁরা সমস্ত দিক বিচার বিবেচনা করে আগামী নভেম্বর মাসের মধ্যে শিক্ষা দফতরের কাছে রিপোর্ট জমা দেবে।

জানা গিয়েছে শিক্ষা দফতরের পরিকল্পনা অনুযায়ী, একাদশ শ্রেণীতে দু’টি এবং দ্বাদশ শ্রেণিতে দু’টি সেমেস্টার মিলিয়ে দু-বছরে মোট ৪টি সেমেস্টার হবে।২০২৪ সালের নভেম্বরে হবে একাদশ শ্রেণির প্রথম সেমেস্টার। ২০২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার।আবার ওই বছরেই নভেম্বরে মাসে হবে দ্বাদশ শ্রেণির প্রথম সেমেস্টাশ ও ২০২৬ সালের মার্চে হবে দ্বাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টার। এবং দ্বাদশ শ্রেণির দু’টো সেমেস্টারের উপর মূল্যায়ন করে উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা করা হবে।

You May Also Like