আজই শপথ নিতে চলেছেন দেশের নতুন রাষ্ট্রপতি

0 min read

অবশেষে উপস্থিত প্রতীক্ষিত সময়৷ দেশের ১৫ তম রাষ্ট্রপতি হিসাবে আজ শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু৷ রবিবার রাষ্ট্রপতি পদে মেয়েদ শেষ হয় রামনাথ কোবিন্দের৷ আজ দিল্লিতে সংসদের সেন্ট্রাল হলে রাষ্ট্রপতি হিসাবে শপথ নেবেন দ্রৌপদী মুর্মু।

দেশ পাবে তার প্রথম আদিবাসী রাষ্ট্রপতিকে৷ ইতিমধ্যেই শপথগ্রহণ অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি সারা৷ আজ রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু, লোকসভার স্পিকার ওম বিড়লা, একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্যপাল৷

দেশের সাংবিধানিক প্রধানের পদে বসলেও শিকড়কে ভোলেননি আদিবাসী নেত্রী দ্রৌপদী মুর্মু৷ তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে থাকবে আদিবাসী ছোঁয়া৷ দ্রৌপদী মুর্মুর দাদা তরণীসেন টুডু জানিয়েছেন, এদিন দ্রৌপদীর জন্য একটি ‘ঝাল’ শাড়ি নিয়ে যাবেন তাঁর স্ত্রী শকরামণি৷

সম্ভবত সাঁওতালি ওই শাড়ি গায়ে জড়িয়েই শপথ নেবেন তিনি৷ ওই শাড়িতে আঁকা থাকবে গাছ, ফুল, পাখি, মাছের মোটিফ। তিনি জানান, কোনও বিশেষ অনুষ্ঠানে সাঁওতালি মহিলারা সাধারণত এই বিশেষ শাড়িই পরে থাকেন।

আর রাষ্ট্রপতির কুর্সিতে বসাটা নিশ্চিত ভাবেই জীবনের অন্যতম মুহূর্ত৷ আজকের এই দিনটাতে নিজের ঐতিহ্যকে সম্মান জানিয়ে তাই ‘ঝাল’ শাড়ি পরতে চলেছেন দ্রৌপদী মুর্মু। শাড়ির পাশাপাশি হবু রাষ্ট্রপতির পছন্দের মিষ্টিও নিয়ে যাচ্ছেন তাঁর পরিবারের সদস্যরা।

আজ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দ্রৌপদী মুর্মুর মেয়ে ইতিশ্রী ও জামাই গণেশ। তাঁরাই দ্রৌপদী মুর্মুর বেশ কয়েকজন বাল্যবন্ধুকে সঙ্গে করে নিয়ে আসবেন। এদিন শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ওড়িশার ময়ূরভঞ্জের ৬ জন বিজেপি বিধায়কও।

You May Also Like