নতুন করে আবার বাড়ানো হলো দুধের দাম

1 min read

নতুন বছর শুরতেই আবার চাপ বাড়লো মধ্যবিত্তদের ওপর। আরও একবার বাড়ানো হলো দুধের দাম। লিটার প্রতি ৩ টাকা বাড়ছে আমূল ব্র্যান্ডের দুধের দাম৷ গুজরাত কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন দুধের দাম বাড়ার কথা ঘোষণা করেছে। আজ, থেকেই কার্যকর হবে নয়া দাম৷ গুজরাট ছাড়া বাকি সব রাজ্যেই এখন থেকে বেশি টাকা দিয়ে দুধ কিনতে হবে ক্রেতাদের। ৫০০ মিলিলিটার আমূল তাজার দাম হল ২৭ টাকা। ৫০০ মিলি আমূল কাউ মিল্কের দাম পড়বে ২৮ টাকা এবং ৫০০ মিলি আমূল এ২ বাফেলো মিল্ক এখন মিলবে ৩৫ টাকায়।

আমূলের ম্যানেজিং ডিরেক্টর জয়েন মেহতা জানান, গুজরাতে আমূল দুধের দাম বাড়ছে না। গুজরাট ছাড়া দিল্লি, মুম্বই ও কলকাতার বাজারে লিটার প্রতি ৩ টাকা করে দুধের দাম বাড়ানো হয়েছে। GCMMF-র মুম্বইয়ের অফিসের তরফে বিজ্ঞপ্তি দারি করে বলা হয়েছে, সকাল থেকেই এই নয়া দাম প্রযোজ্য় হয়েছে।

নতুন দামে এবার থেকে এক লিটার আমূল তাজা কিনতে হলে দিতে হবে ৫৪ টাকা। এক লিটার আমূল গোল্ড মিলবে ৬৬ টাকায়। এক লিটার কাউ মিল্কের প্যাকেটের দাম পড়বে ৫৬ টাকা। আর আমূল এ২ বাফেলো মিল্কের প্যাকেটের দাম হচ্ছে ৭০ টাকা। গত বছরেও পরপর দাম বাড়েছিল আমূল দুধের। এবার কলকাতায় বাড়ছে দুধের দাম৷ চাপ বাড়বে মধ্যবিত্তের৷

You May Also Like