সামান্য কম হলো হলুদ ধাতুর দাম

1 min read

দিন প্রতিদিন বেড়ে চলেছে হলুদ ধাতুর দাম, যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এবার আবার একবার বাড়ল হলুদ ধাতুর দাম। ইতিমধ্যেই নয়া ঘোষণা অনুযায়ী সপ্তাহের শুরুতেই সোনা এবং রূপোর দামে পতন পরিলক্ষিত হয়েছে। ইতিমধ্যেই MCX এক্সচেঞ্জে সোনার দেশীয় ফিউচার মূল্য পতনের সাথে ট্রেড করতে দেখা গিয়েছে।

জানা গিয়েছে যে, ২০২৩-এ ডেলিভারিরর ক্ষেত্রে সোনার দর MCX-এ ০.২১ শতাংশ বা ১২৩ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫৯,৪৮৫ টাকায় লেনদেন হয়েছে। এদিকে, সোনার পাশাপাশি রুপোর দেশীয় ফিউচারের দামও কমেছে। উল্লেখ্য যে, বিশ্বব্যাপী বাজারেও সোমবার সোনা ও রূপোর দামে পতন ঘটেছে। সোনার পাশাপাশি রুপোর দামেও পতন ঘটেছে। এদিন সকালে, ডেলিভারির ক্ষেত্রে রুপো, MCX-এ ০.১৮ শতাংশ বা ১৩০ টাকা কমে প্রতি কেজিতে ৭১,৮৯০ টাকায় ট্রেড হয়েছে।

বিশ্বব্যাপী সোনার দামেও পতন পরিলক্ষিত হয়েছে। Comex-এ সোনার বিশ্বব্যাপী ফিউচার মূল্য ৯.৪৭ শতাংশ বা ৯.৩০ ডলার কমে গিয়ে ১,৯৬০.৩০ ডলার প্রতি আউন্সে ট্রেড করছে। পাশাপাশি, সোনার বিশ্বব্যাপী স্পট মূল্য ০.১১ শতাংশ বা ২.০৮ ডলার কমে গিয়ে ১,৯৪৫.৮৯ ডলার প্রতি আউন্সে ট্রেড করছে।

You May Also Like