দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি

1 min read

মাস ছয়েকের ব্যবধান। ফের দিল্লির রোহিণী আদালত চত্বরে চলল গুলি। আইনজীবী-সহ জখম ২ জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন আজ, শুক্রবার সকালে আদালতের কাজ নিয়মমাফিক শুরু হয়। ঠিক তারপরই নিরাপত্তার দায়িত্বে থাকা এক ব্যক্তির বন্দুক থেকে গুলি চলে বলে অভিযোগ। এদিনের ঘটনার পরই আদালত চত্বরে তড়িঘড়ি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

দিল্লি পুলিস সূত্রে খবর, আজ সকাল ৯টা নাগাদ রোহিনী আদালতের ৮ নং গেটের কাছে গোলমাল দেখা দেয়। আইনজীবীর সঙ্গে এক ব্যক্তির বচসা শুরু হয়। পরে তা চরম আকার ধারণ করে। সেই সময় গেটে নিরাপত্তার দায়িত্বে ছিলেন নাগাল্যান্ড পুলিসের এক কর্মী। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন তিনি। এরপর আচমকাই তাঁর বন্দুক থেকে গুলি চলে অভিযোগ। প্রথমে জানা যায়, সেটি কারও গায়ে লাগেনি। কেউই না কী হতাহত হননি। তবে পরে পুলিস সূত্রে জানা যায়, আইনজীবী-সহ ২ জন আহত হয়েছেন। অভিযুক্ত ইচ্ছে করেই গুলি চালিয়েছেন, না কী দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিস।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই রোহিনী আদালত চত্বরে গুলি চালানোর ঘটনা ঘটেছিল। তীব্র বিস্ফোরণের খবরও সামনে এসেছিল। সেবার গুলিতে মৃত্যু হয়েছিল ছ’জনের। সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল আদালতের সমস্ত কাজকর্ম।

You May Also Like