নিরাপত্তার কারণে নতুন নির্দেশিকা দিল্লি বিমানবন্দরের

1 min read

সামনেই সাধারণতন্ত্র দিবস। প্রতিবছরের মতো এবছরেও গোটা দেশজুড়ে পালিত হবে এই বিশেষ দিনটি। দিল্লিতে সেনার প্যারেড ও অস্ত্রপ্রদর্শন হবে যার কারণে জোর কদমে চলছে অনুষ্ঠানের মহড়া। তাই এই পরিস্থিতিতে নতুন নির্দেশিকা দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে। জানিয়ে দেওয়া হয় যে, এক নির্দিষ্ট সময় দিল্লির সমস্ত উড়ান চলাচল বন্ধ থাকবে সাধারণতন্ত্র দিবস পর্যন্ত। 

উল্লেখ্য, প্রতিবছরই দিল্লিতে এই দিনটি উপলক্ষে নিরাপত্তার কড়াকড়ি থাকে। এবারও তার ব্যতিক্রম হয়নি। কারণ জানা গিয়েছে, ২৬ জানুয়ারির এক হামলার ছক কষছে পাক জঙ্গিরা। এমনকি খলিস্তানিদের সঙ্গেও নাকি যোগাযোগ করে যৌথভাবে চলছে নাশকতার ছক। তাই হামলার আগে সতর্ক থাকতেই বিশেষ তদন্ত শুরু করেছে বিএসএফ।

এছাড়াও জানানো হয় যে, ১৯ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সকাল ১০টা ২০ থেকে দুপুর ১২টা ৪৫ পর্যন্ত বিমান ওঠানামা করা হবেনা দিল্লি বিমানবন্দরে। অনেকের অনুমান যাতে এদিন তাঁদের মূল অনুষ্ঠানে কোনও বিপত্তি না হয় সেই কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You May Also Like