আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য

1 min read

চলতি বছর শুরু থেকেই একের পর এক বন্দে ভারত এক্সপ্রেস পাচ্ছে রাজ্য। ক্রমবর্ধমান যাত্রীদের কথা মাথায় রেখে এবং সফরের সময়ে তাঁদের স্বাচ্ছন্দ্যের দিকটি বজায় রাখতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। জানা গিয়েছে, আরও তিনটি বন্দে ভারত এক্সপ্রেস পেতে চলেছে রাজ্য।

পুজোর আগেই নতুন ২ টি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের উদ্বোধন হতে পারে। তথ্য অনুযায়ী রাজ্যের চতুর্থ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি হাওড়া থেকে বিহারের পাটনার মধ্যে চলবে। ইতিমধ্যেই এই ট্রেনটির দু’টি ট্রায়াল রানও সম্পূর্ণ হয়েছে। পাশাপাশি, অগাস্ট মাসের মধ্যেই এই ট্রেনের পরিষেবা শুরু হতে পারে।

পাটনা-হাওড়া রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের এসি একজিকিউটিভ চেয়ার কারের ভাড়া সম্ভাব্য ২,৬৫০ টাকা হতে পারে। এসি চেয়ার কারের ভাড়া হতে পারে ১,৪৫০ টাকা। অপরদিকে, পুজোর আগেই শুরু হতে চলেছে রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সফরও।

You May Also Like