খুলে দেওয়া হলো জগন্নাথদেবের মন্দির

0 min read

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান। ধীরে ধীরে শিথিল হচ্ছে করোনা পরিস্থিতি। কিছুটা হলেও কড়া বিধিনিষেধের ফলে আটকে রাখা গেছে করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল পুরীর জগন্নাথদেবের মন্দির। পরিস্থিতি শিথিল হওয়ায় এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চার মাস পর খুলে গেল পুরীর জগন্নাথ মন্দির। সোমবার থেকে সাধারণ ভক্তরাও মন্দিরে ঢুকে জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। পুজোও দিতেও পারবেন। তবে অবশ্যই মানতে হবে কোভিড সংক্রান্ত বিধিনিষেধ। সোমবার থেকে সেখানে সব পুণ্যার্থীরা আসতে শুরু করেছেন। অন্য রাজ্য থেকেও এলেও মিলবে জগন্নাথ দর্শন। তবে আরটি–পিসিআর নেগেটিভ রিপোর্ট বা টিকা নেওয়ার শংসাপত্র সঙ্গে রাখতে হবে।

মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, প্রতি শনি ও রবিবার বন্ধ থাকবে মন্দির। তবে সপ্তাহে ৫ দিন অর্থাৎ সোম থেকে শুক্রবার সকাল ৭টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা থাকবে। মন্দির কমিটির তরফে জানানো হয়েছে, কোভিড বিধি মেনেই চলবে দর্শন। মন্দিরে ঢুকতে গেলে লাগবে টিকাকরণের দুটি ডোজের সার্টিফিকেট বা আরটি পিসিআর টেস্টের রিপোর্ট। মন্দিরে নিয়ে যেতে হবে আধারকার্ডও।

করোনা আবহে সংক্রমণ রুখতে শুরু থেকে কড়া পদক্ষেপ নিয়েছে ওড়িশা সরকার। করোনার দ্বিতীয় ঢেউ দেশে আছড়ে পড়তেই চার ধামের অন্যতম ধাম পুরীর জগন্নাথ মন্দিরের দরজা ভক্তদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল। করোনার দাপট একটু থিতিয়ে পড়তেই ৩ মাস পর ১২ আগস্ট প্রথম মন্দির খোলে। ১২ থেকে ১৬ আগস্ট শুধুমাত্র সেবক ও তাদের পরিবার দর্শনের সুযোগ পায়। এরপর দ্বিতীয় দফায় ১৬ থেকে ২০ আগস্ট পর্যন্ত শুধুমাত্র পুরীর বাসিন্দাদেরই মন্দিরে ঢোকার অনুমতি দেওয়া হয়। এবার ২৩ আগস্ট থেকে সারাদেশের মানুষের জন্যই জগন্নাথ মন্দিরের দরজা খুলে গেল। সব দর্শনার্থীদের প্রবেশের অনুমতি দেওয়া হবে, তবে কড়া বিধিনিষেধ মেনেই। তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে জগন্নায়–দর্শন।

You May Also Like