তৃণমূল সাংসদকে কড়া নির্দেশ আদালতের তরফে

0 min read

লক্ষ্য এখন একটাই, আগামী বছরের লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে ফ্ল্যাট প্রতারণা মামলায় আদালতে ফের ধাক্কা নুসরাত জাহানের। ৪২৯ জনের কাছ থেকে টাকা নিয়ে ফ্লাট দেয়নি, এই অভিযোগেই চলছে মামলা।

তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরতের আবেদন ছিল, তিনি সশরীরে আসতে পারবেন না, আইনজীবী মারফত নথি পাঠিয়ে দেবেন। তবে তৃণমূল নেত্রীর সেই আবেদন খারিজ করে দিল আদালত। আলিপুর জাজ কোর্টের নির্দেশ, ফ্ল্যাট প্রতারণা মামলার শুনানিতে সশরীরে আদালতে হাজিরা দিতেই হবে তাকে।

বিচারকের নির্দেশ, আপাতত মামলার শুনানিতে কয়েকদিন নুসরতকে হাজিরা দিতেই হবে। আদালতের এই নির্দেশের পর নুসরতের এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি। এর পর আলিপুর জজ কোর্টের দ্বারস্থ হন তিনি। আর তাতেই পক্ষে গেল না রায়।

You May Also Like