আলাদা কামতাপুর রাজ্যের দাবিতে রেল অবরোধ ময়নাগুড়িতে

0 min read

আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুরের ডাকে ১২ ঘন্টার রেল রোকো কর্মসূচি আয়োজিত হয় আজ। ময়নাগুড়ি বেতগারা স্টেশন সংলগ্ন এলাকার রেললাইনে রেল রোকো কর্মসূচি কামতাপুর আন্দোলনকারীদের। প্রায় ৩ ঘন্টা অবরোধ চলার পর রেল আধিকারিকের আশ্বাসে উঠলো অবরোধ। আলাদা রাজ্য ও কামতাপুর ভাষার স্বীকৃতি এবং জীবন সিংহর সঙ্গে শান্তি চুক্তির দাবিতে কেপিপি ইউনাইটেড এবং ছাত্র সংগঠন আকসুর সদস্যরা রেললাইনে বসে বিক্ষোভ দেখায়, চলে স্লোগান। অবরোধের জেরে বন্দে ভারত সহ একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে থাকে বিভিন্ন স্টেশনে। আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের আধিকারিক বিনোদ ভাদোরিয়ার আশ্বাসে সকাল ১০ টা নাগাদ অবরোধ তুলে নেয় বিক্ষোভকারী সংগঠন।
আন্দোলনকারী কৌশিক বর্মন জানান,আগামী ২৮শে ফেব্রুয়ারীর মধ্যে তাদের দাবি না মানা হলে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাটবে তাদের সংগঠন।

You May Also Like