দিঘা ঘুরতে যাওয়ার আগে জানতে হবে কিছু নিয়মাবলী

0 min read

দুদিনের ছুটিতে ঘুরতে যাওয়া মানেই বাঙালিদের মনে আগেই আসে দিঘার নাম। চিরকালই দিঘার সমুদ্র সৈকত টানে আপামর বাঙালিকে। এবার ভ্ৰমণ প্রেমীদের জন্য বড় খবর, দিঘাঘুরতে যাওয়ার আগে জানতে হবে কিছু নিয়মাবলী। এবার গাড়ি পার্কিং এরাতে বড় পদক্ষেপ নিতে চলেছে দিঘা শংকরপুর উন্নয়ন পর্ষদ।

বাইক, টোটো, অটো বা অন্যান্য কোনও ধরণের গাড়িই আর রাস্তার উপর পার্ক করা যাবেনা। সেইসাথে কোনও নির্মাণ সামগ্রী যাতে রাস্তা দখল করে থাকতে না পারে সেদিকটাও নজর রাখার পরামর্শ দিয়েছে প্রশাসন। এই নির্দেশ না মানা হলে নেওয়া হবে কড়া পদক্ষেপ।

উল্লেখ্য, দিঘার সমুদ্র সৈকত বা তার আশেপাশের এরিয়ায় যাতে যানজট সৃষ্টি হতে না পারে সেই জন্য তৈরি করা হয়েছে বাইপাস। সেইসাথে আলাদা করে পার্কিং জোন তৈরি করা হয়েছে হেলিপ্যাড ময়দান লাগোয়া এলাকাতেও। যাতে কোনোভাবেই যানজট সৃষ্টি না হয় এবার তা কড়া হাতে নজরে রাখবে ট্রাফিক পুলিশ।

You May Also Like