পরিবর্তন এল পরীক্ষার সময় সূচিতে

0 min read

শুরু হয়েছে নতুন বছর। এবার পালা শুরু পরীক্ষা পর্বের। বলতে গেলে হাতে বাকি মাত্র আর কিছুদিন। এই মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিতে ব্যস্ত পড়ুয়ারা। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা রীতিমত যুদ্ধকালীন তৎপরতায় চালাচ্ছে প্রস্তুতি। এবার পরীক্ষার আগে বড় ধরনের পরিবর্তন আনল পর্ষদ আর সংসদ।

বদলে যাচ্ছে পরীক্ষা শুরুর সময়। আগের সূচি অনুযায়ী, উচ্চমাধ্যমিক পরীক্ষা দুপুর ১২টায় শুরু হয়ে শেষ হওয়ার কথা ছিল দুপুর ৩টে ১৫ মিনিটে। কিন্তু নতুন সূচি অনুযায়ী জানানো হয়েছে দুপুর ১২টার পরিবর্তে পরীক্ষা শুরু হবে সকাল ৯ টা ৪৫ মিনিটে। চলবে দুপুর ১টা পর্যন্ত।

একই সময় মাধ্যমিকের জন্যেও। এমনকি ভোকেশনাল সাবজেক্ট, ভিজুয়াল আর্ট, সঙ্গীত, স্বাস্থ্য ও শারীর শিক্ষার মতো বিষয়গুলির পরীক্ষার ও হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত। তবে পরিবর্তনের কারণ বিষয়ে এখনও পর্যন্ত পর্ষদ ও সংসদের তরফে থেকে সরকারিভাবে কিছু জানা যায়নি।

You May Also Like