তৃতীয় এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল ওয়ার্কিং গ্রুপ মিটিং

0 min read

ভারতের জি২০ প্রেসিডেন্সির সময়কালে তৃতীয় জি২০ এনভায়রনমেন্ট অ্যান্ড সাস্টেইনেবল ওয়ার্কিং গ্রুপ (ইসিএসডব্লিউজি) মিটিং মুম্বইয়ে শুরু হয়েছে ২১ মে থেকে। তিনদিনের এই মিটিংয়ের প্রধান আলোচ্য বিষয় ব্লু ইকোনমি। ইসিএসডব্লিউজি মিটিং আরম্ভ হয়েছে একটি সাইড ইভেন্টের মাধ্যমে – জুহুতে ব্যাপকভাবে সমুদ্রতট সাফাই অভিযান। এরপর হয়েছে ‘ওসান ২০ ডায়ালগ’। মহারাষ্ট্রের রাজ্যপাল রমেশ বায়াস, কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দফতরের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ও জি২০ সম্মেলনে আগত বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সদস্যরা সমুদ্রতট সাফাই অভিযানে অংশগ্রহণ করেন।

প্রথম দিনের সম্মেলনে ‘ব্লু ইকোনমি’র বিভিন্ন দিক নিয়ে আলোচনার জন্য তিনটি অধিবেশন হয়েছে। এরপর কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক দফতরের উদ্যোগে অনুষ্ঠিত হয় ‘ওসান ২০ ডায়ালগ’। এতে বক্তৃতা করেন আর্থ সায়েন্সেস মন্ত্রকের সচিব এম রভিচন্দ্রন।

তৃতীয় ইসিএসডব্লিউজি মিটিংয়ের পাশাপাশি বালুশিল্পী সুদর্শন পটনায়েক জুহুতে সৌন্দর্যমন্ডিত বালুশিল্প প্রদর্শন করেন, যার বিষয় ছিল সমুদ্র ও তটভূমি রক্ষায় জি২০ দেশগুলির প্রচেষ্টা। উল্লেখ্য, প্রথম ইসিএসডব্লিউজি মিটিং হয়েছিল বেঙ্গালুরুতে ও দ্বিতীয় মিটিং হয়েছে গান্ধীনগরে।

You May Also Like