অটো এক্সপোতে ইথানল প্যাভিলিয়নে টিকেএম

1 min read

অটো এক্সপো’ ২০২৩-এ “ইথানল প্যাভিলিয়ন”-এ অংশ নিল টয়োটা কির্লোস্কর মোটর বা টিকেএম। দ্য সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স (সিয়াম) দ্বারা আয়োজিত ইথানল প্যাভিলিয়নের লক্ষ্য হল কার্বন নিরপেক্ষতা অর্জনের ব্যাপারে সচেতনতা প্রচারএবং বিকল্প জ্বালানী হিসাবে ইথানলের ব্যবহারকে ত্বরান্বিত করা। ফলে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফিউলের উপর অনেকটাই নির্ভরতা কমবে এই সেক্টরের।

উল্লেখ্য, এই থিম প্যাভিলিয়নের উদ্বোধন করেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি এবং কেন্দ্রীয় বিদ্যুৎ ও ভারী শিল্প প্রতিমন্ত্রী কৃষাণ পাল গুর্জার।২০৫০ সালের মধ্যে কার্বন নিরপেক্ষতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ টয়োটা। টয়োটার লক্ষ হল ২০৩৫ সালের মধ্যে উত্পাদন কার্যক্রমে নেট জিরো কার্বন অর্জন।

২০৪৭ সালের মধ্যে শক্তিতে ‘আত্মনির্ভর’ হয়ে ওঠার দিকে সরকারের বহুমুখী প্রচেষ্টার মতো বিভিন্ন বিষয় বিবেচনা করে একাধিক প্রযুক্তি বিষয়ক প্রকল্পকে সমর্থনের মাধ্যমে ‘আত্মনির্ভর  ভারতের’ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে।টিকেএম-এর কান্ট্রি হেড এবং  এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট বিক্রম গুলাটি বলেন, অটো এক্সপো ২০২৩-এ ইথানল প্যাভিলিয়নের একটি অংশ হতে পেরে আমরা রোমাঞ্চিত৷

You May Also Like