বিকেল ৩টা পর্যন্ত মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ

1 min read

শিলিগুড়ির কালিম্পং-এর  জাতীয় সড়ক-10-এর বিরিক দারায় সকাল ৮.৩০ টার দিকে  একটি নতুন ভূমিধস নামে  যার জন্য কয়েক ঘন্টার জন্য বন্ধ হয়ে  যায় যান চলাচল।গুয়াহাটি থেকে সিকিমগামী পর্যটকরা ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন বিরিক ধারায়। শিলিগুড়ি অভিমুখী যানবাহনগুলি লাভা হয়ে ঘুরিয়ে দেওয়া হয়।  যানবাহন চলাচল বন্ধ থাকায় বিকেল ৩টা পর্যন্ত জাতীয় সড়কে তৈরি হয় তীব্র যানজট।

গুয়াহাটি থেকে সিকিমগামী পর্যটকরা ঘণ্টার পর ঘণ্টা আটকে ছিলেন সেই স্থানে। তাদের মধ্যে আটকে পড়া একজন পর্যটক জানান ” এখানে প্রায় দুই ঘণ্টা ধরে আটকে আছেন তারা । এখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তাদের আবেদন জানান ধ্বংসস্তুপ অপসারণের জন্য তাদের কাছে আরও ভাল যন্ত্রপাতি থাকা উচিত।”

কালিম্পংয়ে গত ২৪ ঘন্টায় হওয়া  ৬২.৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড ভেঙ্গেছে যেখানে দার্জিলিংয়ে 54.8 মিমি বৃষ্টি হয়েছে। কালিম্পংয়ের এসপি অপরাজিতা রাই(Aparajita Rai) বলেন ” ডাইভারশন রুট হতে পারে  লাভা-গোরুবাথান এবং তিস্তা-পেশোক।” তিনটি আর্থ রিমুভার পাঁচ ঘণ্টার মধ্যে ধ্বংসাবশেষ পরিষ্কার করেছে।

You May Also Like