ভি নিয়ে এল ‘ভি মাইফাই’ রাউটার

1 min read

ভারতের অগ্রণী টেলিকম ব্র্যান্ড ভি (Vi) ভি ফ্যামিলি প্ল্যান ও ইন্ডিভিজুয়াল পোস্ট পেইড প্ল্যানের গ্রাহকদের জন্য লঞ্চ করল ভি মাইফাই (Vi MiFi)। এটি হল এক পকেট-সাইজড ৪জি রাউটার যা যেকোনও সময়ে একসঙ্গে একাধিক ডিভাইসের জন্য রিলায়েবল, হাই-স্পিড ও সিকিয়োর কানেক্টিভিটি প্রদান করে।

ভি মাইফাই ১৫০ এমবিপিএস সুপারফাস্ট স্পিড দিতে পারে ও একসঙ্গে ১০টি পর্যন্ত ওয়াই-ফাই ডিভাইসের (যেমন মোবাইল, স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট, সিসিটিভি, স্মার্ট স্পিকার ইত্যাদি) সঙ্গে সংযোগ ঘটাতে পারে।হাই-স্পিড ও সিকিয়োর ইন্টারনেট অ্যাক্সেসের কারণে ভি মাইফাই গ্রাহকদের কাছে খুবই উপযোগী বলে বিবেচ্য হবে। ছিমছাম গড়নের ও হালকা ওজনের ভি মাইফাই-এ রয়েছে ২৭০০এমএএইচ রিচার্জেবল ব্যাটারি যা বিনাবাধায় ৫ ঘন্টা অবধি কানেক্টিভিটি দিতে পারে – মাত্র একবারের চার্জেই।

গ্রাহকরা মাত্র ২০০০ টাকা মূল্যের ভি মাইফাই ডিভাইস কিনতে পারেন ভি ফ্যামিলি পোস্টপেইড প্ল্যানের সঙ্গে অ্যাড-অন কানেকশন হিসেবে। এক্ষেত্রে সকল নম্বরের জন্য মাত্র একটি বিল হবে। ভি মাইফাই ৩৯৯ টাকা থেকে শুরু ইন্ডিভিজুয়াল পোস্টপেইড প্ল্যানের সঙ্গেও পাওয়া যাবে। দেশের ৬০টি শহরের নির্বাচিত ভি স্টোরসমূহে ভি মাইফাই পাওয়া যাবে।

You May Also Like