মায়াঙ্ক নিজের বলের গতির নেপথ্যে কোন তিনটি কারণ জানালেন?

0 min read

মায়াঙ্ক যাদব আইপিএলে দু’টি ম্যাচ খেলতে না খেলতেই সাড়া ফেলে দিয়েছেন। ব্যাটারেরা তাঁর বলের গতির দাপট সামলাতে নাজেহাল হয়ে যাচ্ছেন। ছ’টি উইকেট নিয়েছেন দুই ম্যাচ মিলিয়ে। নিয়মিত দেড়শো কিলোমিটারের উপরে বল করছেন। সেই মায়াঙ্ক নিজের বলের গতির নেপথ্যে আসল রহস্য জানালেন। লখনউয়ের পেসার তিনটি কারণ উল্লেখ করলেন। এটাও জানালেন, ভারতের হয়ে খেলাই তাঁর স্বপ্ন।

মঙ্গলবারের ম্যাচের পর মায়াঙ্ক বলেছেন, “পর পর দুটো ম্যাচের সেরার পুরস্কার পেয়ে খুব ভাল লাগছে। তবে দুটো ম্যাচ জিততে পেরে আরও বেশি খুশি। দেশের হয়ে খেলা আমার আসল লক্ষ্য। যাত্রা তো সবে শুরু হল। বেঙ্গালুরুর বিরুদ্ধে ক্যামেরন গ্রিনের উইকেট পেয়ে সবচেয়ে খুশি হয়েছি।”

শুধু গ্রিনই নয়, মায়াঙ্ক গ্লেন ম্যাক্সওয়েল এবং রজত পাটীদারকে আউট করেছেন। গত বার চোটের কারণে পুরো মরসুমেই খেলতে পারেননি। তিনি নিজের ফিটনেসে জোর দিয়ে এ বছর ফিরেছেন। সাফল্যের কারণ হিসাবে সেটাই বলেছেন তিনি। মায়াঙ্কের কথায়, “অনেক ব্যাপার রয়েছে জোরে বল করার পিছনে। তার মধ্যে, খাওয়াদাওয়া, ঘুম এবং অনুশীলন সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজের পুষ্টির প্রতি আমি বিশেষ যত্ন নিই। পাশাপাশি রিকভারির জন্য আইস বাথ নিই।”

You May Also Like