কেএফসি-র স্পেশাল তন্দুরি জিঙ্গার বার্গার

একদম নতুন ও স্পেশাল তন্দুরি জিঙ্গার বার্গার নিয়ে এসেছে কেএফসি ইন্ডিয়া। এটি হল সেই ওরিজিনাল সেলিব্রিটি বার্গার – জিঙ্গার। এটিকে তৈরি করা হয়েছে কেএফসি-র সিগনেচার চিকেনের এক্সট্রা ক্রিস্পি ফিলেট যোগ করে, যার সঙ্গে আছে ফ্রেশ লেটুস ও ক্রিমি মেয়োর লেয়ার। অভিনব তন্দুরি-গন্ধী সস দিয়ে এই তন্দুরি জিঙ্গার প্যাক করা হয়েছে, ফলে এটি হয়েছে বন্ধুবান্ধব ও পরিবারের সকলকে নিয়ে উপভোগ করার এক আদর্শ সঙ্গী। তন্দুরিতে রূপান্তরিত এই মুচমুচে জিঙ্গার বার্গারের দাম আরম্ভ হয়েছে ১৪৯ টাকা থেকে। তন্দুরি জিঙ্গার বার্গার পাওয়া যাবে যে কোনও কেএফসি রেস্টুরেন্টে অথবা অনলাইনে অর্ডার দেওয়া যাবে কেএফসি অ্যাপ বা ওয়েবসাইট থেকে। কেএফসি ডেলিভারির ক্ষেত্রে সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলে তা বলাই বাহুল্য।