কিছুটা দেরিতে হলেও শুভক্ষণ সম্পন্ন হল হলদিবাড়ি-চিলাহাটি রেলপথের। বহু প্রতীক্ষিত ট্রেন রুটের ট্রায়াল হল আজ। জানা যায় এদিন সকালবেলা নাগাদ নিউ জলপাইগুড়ি রেলস্টেশন থেকে একটি রেল ইঞ্জিন ট্রায়ালের জন্য রওনা হয় বাংলাদেশের চিলাহাটির উদ্দেশ্যে। ট্রায়াল সফল করে ইঞ্জিনটি হলদিবাড়ি স্টেশনে ফিরে আসে বেলা একটায়। রেলঅধিকর্তারা জানিয়েছেন কোভিডের পরিস্থিতিতে ট্রায়াল কিছুটা দেরিতে হল। তবে ট্রায়াল সফল হয়েছে।খুব শীঘ্রই দুদেশের মধ্যে রেল পরিষেবা শুরু হবে।
ট্রায়াল সফল হলদিবাড়ি- চিলাহাটি রেলপথের
