ডিজিটাল পথে যাত্রা শুরু অ্যামওয়ে ইন্ডিয়ার

ডিজিটাল রূপান্তরের পথে যাত্রা শুরু করল অ্যামওয়ে ইন্ডিয়া। ভবিষ্যতের ব্যবসার পদ্ধতি হিসেবে সোস্যাল কমার্সের প্রতি গুরুত্ব দিচ্ছে অ্যামওয়ে।  এইজন্য তার ডিজিটাল যাত্রার অঙ্গ হিসেবে কোম্পানির তরফে ভারতে ১৫০ কোটি টাকা বিনিয়োগের কথা ঘোষণা করা হয়েছে। এর দ্বারা অটোমেশন নির্মাণ, হোম ডেলিভারি ও ডিজিটাল ক্ষমতা বৃদ্ধি করা হবে। এই বিনিয়োগ অ্যামওয়েকে তার প্রত্যক্ষ বিক্রেতা ও তাদের গ্রাহকদের আরও নিকটবর্তী করবে। ‘ডিজিটাল ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে তালমিল রেখে অ্যামওয়ে ডিজিটাল ক্ষমতা বৃদ্ধি ও অনলাইন উপস্থিতি মজবুত করতে বিনিয়োগ করছে, যাতে ডিস্ট্রিবিউটর ও গ্রাহকদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পায় ও প্রোডাক্ট সহজলভ্য হয়। বিশ্বের প্রবণতা অনুসারে অ্যামওয়ে অফলাইন-টু-অনলাইন থেকে ডিজিটাল সাপোর্ট প্রদানকে সংহত করছে। একইসঙ্গে ডাইরেক্ট সেলারদের সোস্যাল প্লাটফর্মে ব্যবসা করার ক্ষমতা জোগাচ্ছে। 

সম্প্রতি, অ্যামওয়ে ডাইরেক্ট সেলারদের ক্ষমতা বৃদ্ধির জন্য অনলাইন ট্রেনিংয়ের ব্যবস্থা গ্রহণ করেছে। এপর্যন্ত ৬০০০-এরও বেশি অনলাইন ট্রেনিং পরিচালিত হয়েছে, যার সুবিধা পেয়েছেন ৯ লক্ষেরও বেশি ডাইরেক্ট সেলার ও গ্রাহক। ভারতে অ্যামওয়ে ডিজিটাল ট্রান্সফর্মেশনের মাধ্যমে বৃদ্ধির পথে এগিয়ে চলেছে।