প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে মনে করছেন রাজ্যপাল

ভোট মিটলেও মেটেনি হিংসার ছবি। দেখা যাচ্ছে চারদিকে বিক্ষিপ্ত অশান্তির চিত্র। ভোটের পরেও রক্ত বয়েছে অনেক জায়গায়। রাজ্যে রাজনৈতিক হিংসার পরিস্থিতির খতিয়ান নিতে নিজেই উদ্যোগী হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। হিংসায় আক্রান্তদের পাশে দাঁড়াতে জেলা সফর শুরু করেছেন রাজ্যপাল। ভোট পরবর্তী হিংসা অব্যহত পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম। রাজনৈতিক সফর নিয়ে বিতর্কেই মধ্যেই নন্দীগ্রামে পৌঁছে প্রথমেই কেন্দামারি কালীনগর পরিদর্শন করেন তিনি। রাজ্যপাল আগমন ঘিরে কড়া নিরাপওা মুড়ে ফেলা হয়। রাজ্যপালকে স্বাগত জানান স্থানীয় বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভোট পরবর্তী হিংসা পরিস্থিতি দেখতে গিয়ে চোখের জল ফেললেন রাজ্যপাল জগদীপ ধনখড়। শনিবার নন্দীগ্রামের চিল্লাগ্রামে নিহত বিজেপি সমর্থকের বাড়িতে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি। সেখানে সন্তানহারা মা রাজ্যপালকে দেখে কাঁদতে কাঁদতে সংজ্ঞা হারান।

নন্দীগ্রামে পা রেখেই রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন ধনকড়। রাজ্যপালের জেলা সফর নিয়ে এই মুহূর্তে সরগরম রাজ্য রাজনীতি। তাঁর অভিযোগ, রাজ্যজুড়ে খুন, ধর্ষণ, রাহাজানি চলছে। প্রশাসন যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলেই এই ধরণের হামলা বারবার হচ্ছে। নন্দীগ্রামে ভোট পরবর্তী হিংসায় বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন বলে অভিযোগ রাজ্যপালের। অত্যন্ত সঙ্কটের মুহূর্ত। এর আগে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে বৃহস্পতিবার কোচবিহারের শীতলখুচিতে যান রাজ্যপাল৷