ব্রিটানিয়া টোস্টির নতুন টিভিসি

দিনের শুরুতে চায়ের সময়ের সেরা সঙ্গী ব্রিটানিয়া টোস্টি। প্রথম কাপ চা খিদে ভাঙ্গায় আর এক কড়াস্বাদের মাধ্যমে দিনের সূচনা করে। ব্রিটানিয়া টোস্টির নতুন টিভিসিতে চিরন্তন ভারতীয় শাশুড়ি-বউমার ভূমিকায় এসেছেন নীনা গুপ্তা ও তৃষা কৃষ্ণান। তৃষা কৃষ্ণান এখানে বউমার ভূমিকায় রয়েছেন, মহিলা হিসেবে সংসারে যার কাজের শেষ নেই। তাঁর সঙ্গে মজাদার ও প্রাণবন্ত শাশুড়ি মার ভূমিকায় রয়েছেন নীনা গুপ্তা। এই টিভিসিতে মহিলাদের নানারকম ভূমিকার কথা উঠে এসেছে – ছেলের পিটি টিচার, স্বামীর ম্যানেজার, শ্বশুরবাড়ির লোকজনের কাছে ডাক্তার এবং শাশুড়ি ও সকলের জবরদস্ত দিনের সূচনার জন্য সকালের চা। এইসময়ে খিদে ভাঙ্গাতে তাঁর সঙ্গে উপস্থিত ব্রিটানিয়া টোস্টি।