মার্কিন ভোট গণনা শেষ হতে বেশি সময় লাগতে পারে

গোটা বিশ্বের নজর আমেরিকার ওপরে। চলছে মার্কিন নির্বাচন। করোনাভাইরাস পরিস্থিতিতে সব ভোট গণনা শেষ হতে অনেক দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। করোনাভাইরাস মহামারীর কারণে এই বছর অনেক বেশি মানুষ ডাকে অথবা ব্যক্তিগতভাবে আগাম ভোট দিয়েছেন। ২০১৬ সালের নির্বাচনের রাতেই ডোনাল্ড ট্রাম্প বিজয়ী বলে জানা গিয়েছিল।

আমেরিকাতে বেশি ভোট পাওয়া মানেই প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া নয়। তাকে আসলে বেশি রাজ্যের ভোট পেতে হয়। পেনসিলভানিয়া ও উইসকনসিন এই সমস্ত রাজ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ফ্লোরিডা ও ওহাইওর মতো কয়েকটি রাজ্য এসব প্রক্রিয়া নির্বাচনের সপ্তাহ খানেক আগে থেকে শুরু করে, যাতে ভোটগুলো গণনার কাজ শেষ হয়ে যায়।