দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের শুক্রবার শেষকৃত্য সম্পন্ন হবে । কেন্দ্রীয় সরকারের সূত্র অনুসারে, দিল্লি ক্যান্টনমেন্ট এলাকায় বিপিনের শেষকৃত্য সম্পন্ন হবে।দিল্লির বাড়িতে বিপিন ও তাঁর স্ত্রীয়ের দেহ রাখা হবে । শুক্রবার বেলা ১১টা থেকে ২টো পর্যন্ত তাঁদের শেষ শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষ।
আজ এই হেলিকপ্টার দুর্ঘটনা নিয়ে সংসদে বিবৃতি দিতে পারেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি এই বিষয়ে বিস্তারিত সংসদকে জানাবেন বলে খবর পাওয়া গিয়েছে। এরইমধ্যে এই দুর্ঘটনা ঘিরে তদন্ত শুরু করার কথা জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। কী ভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে তদন্তে। অন্য এক সংবাদ সংস্থার খবর অনুসারে, জেনারেল রাওয়াতের কপ্টারটি কোন পথে যাচ্ছে, তার গতিবিধি ধরা সম্ভব হয়নি রেডারে। কারণ, কোয়েম্বাটোরে নিম্ন উচ্চতায় চলা আকাশযানের গতিপথ ধরার কোনও রেডার নেই।
বৃহস্পতিবার সকালেই জেনারেল বিপিন রাওয়াতের বাড়িতে পৌঁছন সেনাপ্রধান মনোজ মুকুন্দ নারাভানে। এ ছাড়া ভারতীয় বায়ুসেনা প্রধান মার্শাল ভিআর চৌধুরী যান কুন্নুরের দুর্ঘটনাস্থলে। পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আমেরিকার জেনারেল সেক্রেটারি ।
শুক্রবার দিল্লিতে হবে শেষকৃত্য, মরদেহ রাখা থাকবে বিপিন রাওয়াতের দিল্লির বাড়িতে ।
