বর্তমানে মধ্যবিত্তের মাথায় হাত। গত কয়েকদিন ধরেই একশোর দোরগোড়ায় দাঁড়িয়ে রয়েছে পেট্রলের দাম। আর এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে রান্নার গ্যাসের দাম। গত দশ মাসে অপরিশোধিত তেলের দাম কার্যত দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় এবার কমতে পারে পেট্রল, ডিজেলের দাম। রাশ টানতে চাইছে কেন্দ্র। রাজ্য সরকার এবং কেন্দ্রীয় তেল মন্ত্রকের সঙ্গে আলোচনাও চালাচ্ছে কেন্দ্রীয় অর্থমন্ত্রক। যাতে করের বোঝা কমিয়ে কিছুটা হলেও স্বস্তি দেওয়া যায় সাধারণ মানুষকে।
অবশেষে কমতে পারে পেট্রলের দাম
