আরও একবার যোগীরাজ্যে নাবালিকার ধর্ষণ

আরও একবার প্রশ্ন উঠে গেল যোগীরাজ্যের নারী নিরাপত্তা নিয়ে। গত কয়েক সপ্তাহ ধরেই একের পর এক নাবালিকা ধর্ষণ, খুনের ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশে। জল থেকে উদ্ধার নাবালিকার দগ্ধ, ধর্ষিত দেহ! ময়নাতদন্তে যৌন নির্যাতনেরও প্রমাণ মিলেছে। পাশাপাশি চিকিৎসকরা জানিয়েছেন, অ্যাসিড আক্রমণ করা হয়েছিল নির্যাতিতাকে। হাপুর, লখিমপুরের, গোরক্ষপুর সহ উত্তরপ্রদেশের একাধিক এলাকায় নাবালিকা ধর্ষণ ও খুনের ঘটনা সামনে এসেছে পরপর।

সূত্রের খবর, সোমবার থেকে খোঁজ মিলছিল না জৌনপুরের ওই কিশোরীর। এর পরেই খোঁজ শুরু হয়, পুলিশে খবর দেওয়া হয়। বুধবার বিকেলে জৌনপুর ও ভাদোহি সীমান্তের একটি জলাশয় থেকে উদ্ধার হয় ক্ষতবিক্ষত দেহ। ভাদোহি জেলার পুলিশপ্রধান রামবদন সিং বলেন, “নারকীয় নির্যাতন করে খুন করা হয়েছে ১৭ বছরের মেয়েটিকে। খুব খারাপ অবস্থায় উদ্ধার হয়েছে দেহটি।”