ফ্যাশন ব্র্যান্ড ম্যাডামের নতুন স্টোর উদ্বোধন হল ইটানগরে। স্টোরটি খোলা হয়েছে ইটানগরের গগন মার্কেটের আরুণি কমপ্লেক্সে। ম্যাডামের ব্যবসা সম্প্রসারনের পরিকল্পনার অঙ্গ হিসেবে খোলা হল এই স্টোরটি। ভারতীয় মহিলাদের জন্য ফ্যাশন দুনিয়ার পথপ্রদর্শনকারী ম্যাডাম ২৭ বছর ধরে ভারতীয় তরুণীদের পছন্দের ফ্যাশন ব্র্যান্ড।
ম্যাডামের এক্সিকিউটিভ ডিরেক্টর অখিল জৈন জানান, ইটানগরের নতুন স্টোরটির সাফল্যের ব্যাপারে তারা আশাবাদী। নবযুগের মহিলাদের প্রয়োজন ও চাহিদার কথা মাথায় রেখে তাদের নতুন স্টোর খোলা হচ্ছে বলে জানান তিনি। উল্লেখ্য, লকডাউন সত্ত্বেও ম্যাডাম সামগ্রীর চাহিদা যথেষ্ট বেড়েছে। ইটানগরের নতুন স্টোরটিতে স্বাস্থ্য সুরক্ষার যাবতীয় বিধি পূর্ণমাত্রায় মেনে চলা হবে।