বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই SSC ২৬০০০ চাকরি বাতিল মামলায় এখনও জট অব্যাহত।
গত এপ্রিল মাসে হাইকোর্টের রায় বহাল রেখে ২০১৬ সালের এসএসসি-র গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতির জেরে চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। পরে সেই মামলায় রাজ্য ফের শীর্ষ আদালতের দ্বারস্থ হলে নির্দেশ ছিল আগামী ৩১ মে-র মধ্যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে রাজ্যকে।
সেই মতোই পদক্ষেপ করল রাজ্য। জানা গিয়েছে, ইতিমধ্যেই খসড়া তৈরি করেছে শিক্ষা দফতর। খসড়া অনুমোদনের জন্য পাঠানো হয়েছে বলেও জানানো হয়েছে শিক্ষা দফতর তরফে। নবান্নের গ্রিন সিগন্যালের অপেক্ষায় রয়েছে স্কুল সার্ভিস কমিশন। যদিও শূন্য পদের তালিকা এখনও শিক্ষা দফতরের হাতে পৌঁছোয়নি।
