করোনা আক্রান্ত মঞ্জু বন্দ্যোপাধ্যায়

এবার করোনা আক্রান্ত হলেন কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ মঞ্জু বন্দ্যোপাধ্যায়। যাঁর কাঁধে রাজ্যের সব থেকে বড় করোনা হাসপাতালের দায়িত্ব। কয়েকদিন ধরেই শরীরে মৃদু উপসর্গ দেখা গিয়েছিল তাঁর। করোনা পরীক্ষার ফল পজিটিভ আসায় মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।

মঞ্জুদেবী ছাড়াও ওই হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউ ও সিসিইউর ১৪ জন চিকিৎসকের দেহে করোনার অস্তিত্ব মিলেছে। তাঁদের প্রত্যেককে আপাতত হোম কোরেন্টাইনে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।